Wednesday, March 19, 2025

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের শঙ্কা

আরও পড়ুন

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের আশঙ্কা রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক, টেলিকম, তৈরি পোশাক খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি। বিদেশ থেকে এসব আক্রমণ পরিচালনার তথ্য পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগে সাইবার নিরাপত্তাবিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

তিনি বলেন, আন্দোলনের ১০ দিনে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো তালিকাভুক্ত ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টিতে সাইবার আক্রমণ হয়েছে।

আরও পড়ুনঃ  ইরাকে সমকামিতায় অভিযুক্ত হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড

বিভিন্ন রাষ্ট্রের মদদে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ জ্বালানি, টেলিকম, ব্যাংক ও তৈরি পোশাকসহ রফতানিমুখী প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে।

গত ১০ দিনে সরকারের ৮টি ওয়েবসাইটে ৫০ হাজারের বেশি সাইবার হামলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রি

তিনি বলেন, এছাড়া ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানও সাইবার হামলার শিকার হয়েছে। তবে কোন তথ্য বেহাত হয়নি।

প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন, ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। লাইসেন্সবিহীন পাইরেটেড সফওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠানগুলোকে সর্তক করা হয়েছে। কোন প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে তা আইসিটি বিভাগকে জানাতে হবে।

আরও পড়ুনঃ  একদিকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, অন্যদিকে গাজায় মানবিক সহায়তার প্রতারণা

আগামীকালের মধ্যে ফেসবুক, টিকটকের ব্যাখ্যার ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম চালুর সিদ্ধান্ত বলে জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে ৩৫টি কেপিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান সাইবার নিরাপত্তা অবস্থা পর্যালোচনা শেষে পরিস্থিতি তুলে ধরেন পলক।

সর্বশেষ সংবাদ