Wednesday, July 16, 2025

টিকটক তারকাদের উপহার দিতে অফিস থেকে ৩৬ লাখ টাকা চুরি তরুণীর

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ার আসক্তি যে কতটা বিপজ্জনক হতে পারে, সেটাই প্রমাণ করলেন সিঙ্গাপুরে কর্মরত এক তরুণী। প্রিয় টিকটক তারকাদের ভার্চুয়াল উপহার পাঠাতে নিজের অফিস থেকে চুরি করেন ১ লাখ ২৬ হাজার রিঙ্গিত। বাংলাদেশী প্রায় ৩৬ লাখ টাকা। শেষ পর্যন্ত ধরা পড়ে তিনি হয়েছেন কারাবন্দি।

সিঙ্গাপুর-ভিত্তিক সংবাদমাধ্যম লিয়ানহে জাওবাও-এর প্রতিবেদন মতে, চুরির ঘটনায় আটক অফিস সহকারী তরুণী ঝোউ ইউ এনের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। গত বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন।

আরও পড়ুনঃ  ইরানের কাছে এমন কী আছে, যাতে ভয় পায় ইসরায়েল?

২০ বছর বয়সী মালয়েশীয় নাগরিক ঝোউ ইউ এন সিঙ্গাপুরের জিনলিক্সিং হার্ডওয়্যার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন নামের একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তার মাসিক বেতন ছিল মাত্র ২৩০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৭ হাজার ৬০০ রিঙ্গিত)।

কোম্পানির নগদ লেনদেন সামলাতেন তিনি—বিশেষ করে গ্রাহকদের কাছ থেকে পুনর্ব্যবহারযোগ্য পণ্যের বিনিময়ে অর্থ প্রদান করতেন। কিন্তু দায়িত্বে থেকেও নিজের লোভ দমন করতে পারেননি ঝোউ।

কোম্পানির পরিচালক বিদেশে থাকাকালে ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৯ জানুয়ারির মধ্যে, ঝোউ ৪২ বার অফিসের ক্যাশবক্স থেকে চুরি করেন মোট ৩৮,৩১৫ সিঙ্গাপুর ডলার (১ লাখ ২৬ হাজার রিঙ্গিত)। টাকা আত্মসাতের বিষয়টি ঢাকতে ভুয়া রসিদ বানানো, স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া এন্ট্রি দেন তিনি।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ

পরিচালক ফিরে এসে হিসাব গড়মিল দেখতে পান এবং ঝোউকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে বাবার ঋণ শোধের অজুহাত দেন তরুণী, তবে পরে স্বীকার করেন—চুরির পুরো টাকাই খরচ করেছেন টিকটকের চীনা তারকাদের ভার্চুয়াল গিফট পাঠাতে।

ঘটনার পর প্রতিষ্ঠান থানায় অভিযোগ করে। আদালতে দোষ স্বীকার করার পর ঝোউ ইউ এনকে চার মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ