Friday, July 25, 2025

কচুয়ায় স্বর্ণালংকার ওটাকা চুরি, চোর ধরে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয়রা

আরও পড়ুন

মোঃ মাহবুব রহমান রাজশাহী জেলা স্টপ রিপোর্টার

রাজশাহী তানোর পাঁচন্দর ইউনিয়ন কচুয়া গ্রামে গতকাল বিকাল পাঁচটায় মুন্ডমালা মাহালী পাড়া গ্রামের নাম বিপুল পিতাঃ সরেশ এর ছেলে কচুয়াই লুৎফার রহমানএর বাড়ি থেকে স্বর্ণালংকার ওটাকা চুরি করে নিয়ে যায়।

পরক্ষণে লুৎফর রহমান তাদের সন্ধানে খুঁজে বেড়ায় তার চুরি হওয়া মাল-সামানা উদ্ধারের জন্য। কিন্তু আজ বুধবার বিকাল পাঁচটায় বিপুল কচুয়ার মুখে আবারো চুরি করার উদ্দেশ্যে আসলে তাদেরকে লুৎফর রহমান আটক করে বেঁধে রাখে।

আরও পড়ুনঃ  মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই বোনের

লুৎফর রহমান বলেন সোমবার বিকালে তিনি আমার বাসায় এসে টাকা পয়সা অলংকার নিয়ে গেছে তিনারা আজকে আবারো চুরির উদ্দেশ্য আসলে তাদের সন্ধান পেয়ে আমি তাদেরকে বেধে রাখি। চুরি হওয়া জিনিসগুলো ফিরিয়ে দিক এবং তাদেরকে আইনানক ব্যবস্থা নিয়ে তাদের বিচারের দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ