ফিলিস্তিনে ঈদ পালিত হচ্ছে আজ (৩০ মার্চ)। রোববার সেখানে ঈদুল ফিতরের প্রথম দিন হবে বলে শনিবার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন। পবিত্র রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের শুরু উপলক্ষে নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দারা। কিন্তু সেখানেও হামলা থামায়নি দখলদার ইসরাইল।
ঈদ এলেও, গত বছরের মতো অবরুদ্ধ গাজায় এবারও নেই ঈদের আমেজ। তার মধ্যেই হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, আগের মতোই ইসরাইলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা।
এদিন নামাজের সময় গুলির শব্দও শোনা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র।
#شاهد | إطلاق نار من آليات الاحتلال خلال أداء الفلسطينيين صلاة العيد في عدد من المناطق داخل قطاع غزة. pic.twitter.com/0CaaPobzTl— المركز الفلسطيني للإعلام (@PalinfoAr) March 30, 2025
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঈদের দিন সকালেই ইসরাইলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
ঈদের ঠিক আগে শনিবারও (২৯ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
উল্লেখ্য, যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভেঙে গত ১৮ মার্চ ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা চালায়। এতে ৯২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার জনেরও বেশি আহত হন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর নৃশংস আক্রমণে ৫০,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।