ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড়ে যাত্রীবাহী জিপ খাদে পড়ে নিহত হয়েছেন আটজন। আহত হয়েছে আরও পাঁচজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন জানায়, মঙ্গলবার যাত্রীবাহী গাড়িটি সুনি গ্রাম থেকে বোক্তা অঞ্চলে যাওয়ার পথে খাদে পড়ে যায়। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের তথ্য মিলেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
নিহতদের মধ্যে পাঁচজন নারী ছিলেন বলে জানানো হয়েছে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডিজাস্টার রেসপন্স ফোর্স। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে তারা।
আপনার মতামত লিখুনঃ