Thursday, March 20, 2025

অপসারিত হচ্ছেন সিটি করপোরেশন মেয়ররাও

আরও পড়ুন

সারা দেশে জেলা-উপজেলা পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি পৌর মেয়রদেরও অপসারণ করা হয়েছে। এবার সরিয়ে দেওয়া হচ্ছে সিটি করপোরেশনের মেয়রদেরও।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মেয়রদের অপসারণের পর সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা ইতোমধ্যেই মেয়রদের অপসারণের প্রজ্ঞাপনও প্রস্তুত করেছে। যে কোনো সময় এই প্রজ্ঞাপন জারি হবে।

মেয়রদের অপসারণের পর ওই পদে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেছে নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সরকার পতনের যে নীলনকশা প্রমাণসহ ফাঁস করলেন পিনাকী

প্রসঙ্গত, দেশের ১২টি সিটি করপোরেশনে বর্তমানে ১২ জন মেয়র আছেন। তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনে রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি করপোরেশনে মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি করপোরেশনে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনে ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি করপোরেশনে তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি করপোরেশনে জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

আরও পড়ুনঃ  অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষদিন আজ

সর্বশেষ সংবাদ