বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয় পরিদর্শনে গিয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) দুপুর একটার দিকে বিসিবিতে আসেন তিনি। বিসিবিতে তার আগমন উপলক্ষে দেখা গেছে কর্মব্যস্ততা। বিসিবিতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা। বিসিবি কার্যালয় পরিদর্শনের পাশাপাশি বিসিবি পরিচালনার বিষয়ে এই পরিদর্শনে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছাড়াও বিসিবিতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে বিসিবিতে আসেন। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।
এদিকে রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে বিসিবি কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি। তখন তিনি বিসিবি সম্পর্কে জানান, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এ ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটাদের সঙ্গে- এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’
এরপরই খবর বের হয় বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আরও জানা যায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার (১৭ আগস্ট) ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন।
এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমার সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। তবে পলিসি মেকিং পর্যায়ে আমার কাজ করতে আপত্তি নেই।’