Monday, August 18, 2025

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে আহমাদুল্লাহর স্ট্যাটাস, যা লিখলেন

আরও পড়ুন

গাজায় ফের গণহত্যামূলক কর্মকাণ্ড শুরু করেছে দখলদার ইসরায়েল। মর্মান্তিক এমন খবরে আবারও জেগে উঠেছে বিশ্ববাসী। যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর হামলা চালিয়ে চার শতাধিক মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী। ভোরের দিকে মানুষ যখন ঘুমিয়ে ছিল, তখন ভয়াবহ এই বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। পবিত্র রমজানে বর্বর এমন কর্মকাণ্ড নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ওই পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নীরবতা তাদের মুনাফেকিকেই প্রকট করে তোলে। হে আল্লাহ, আমাদেরকে আপনি এসব জুলুমের পরিণতি দেখে যাওয়ার তাওফীক দিন।’

আরও পড়ুনঃ  গভীর রাতে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস

ক্যাপশনে দেয়া ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে শায়খ আহমাদুল্লাহ আরও লিখেছেন, ‘আমরা যখন রসনাবিলাসী ইফতার-সাহরি আর ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন আরেক প্রান্তের মুসলিম ভাইবোনদের ওপর সাহরির ওয়াক্তে বর্বোরচিত বোমা হামলা করল মানুষ নামের পশুগুলো। সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৪০৪। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর জন্য তড়পাচ্ছে আরও অসংখ্য মানুষ। গাজার আজকের ভোরের মতো বিষণ্ন ও শোকতপ্ত ভোর বোধহয় পৃথিবীতে আর কোনোদিন আসেনি।’

পোস্টের মন্তব্যের ঘরে ইসলামি এই স্কলার আরও লিখেছেন, ‘সারি সারি পড়ে থাকা ক্ষতবিক্ষত শিশুদের লাশে ভোরের বাতাস ভারী। তা দেখে পাষাণ হৃদয়ও কেঁপে কেঁপে উঠছে। অথচ যে অমানুষগুলোর হাতে এই রক্তের দায়, তারা বধির হয়ে আছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে, রমাদান মাসে, রোজাদারদের ওপর এই নৃশংসতা যারা চালাল, তাদের ওপর বিশ্ব মুসলিম উম্মাহর লানত।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ