Wednesday, March 19, 2025

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘একজোট’ হচ্ছে ইউরোপ, বাড়ছে ট্রাম্পবিরোধী প্রচার

আরও পড়ুন

ট্রাম্পের শুল্ক নীতির কারণে ইউরোপজুড়ে মার্কিন পণ্য বর্জনের ডাক দেয়া হয়েছে। ডেনমার্ক, ফ্রান্সসহ দেশে দেশে চলছে ‘বয়কট ইউএসএ’ আন্দোলন। কোকাকোলা থেকে কোলগেট, নানা ব্র্যান্ডের মার্কিন পণ্য বয়কট করছেন ক্রেতারা।

শুল্ক নীতি, রাজনৈতিক অবস্থানের কারণে ইউরোপজুড়ে ট্রাম্পবিরোধী প্রচারণা বাড়ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পণ্যেও। ডেনমার্ক, ফ্রান্সসহ দেশে দেশে চলছে ‘বয়কট ইউএসএ’ আন্দোলন। যুক্তরাষ্ট্রের পণ্য কেনা থেকে বিরত থাকার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ভোক্তারা।

কোকাকোলা থেকে টেসলা, কোলগেট-এর মতো মার্কিন ব্র্যান্ডের প্রতি আগ্রহ কমছে ক্রেতাদের। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, গুগল ট্রেন্ডসে ‘বয়কট ইউএসএ’ শব্দগুলোর সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ: দমনে কঠোর অবস্থানে পুলিশ

এই বয়কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলন মাস্কের টেসলা কোম্পানি। ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। ফ্রান্সের এক কোম্পানি প্রতিবাদস্বরূপ তাদের বার্ষিক টেসলা ক্রয় বন্ধ করে দিয়েছে। জার্মানিতে কয়েকটি টেসলা গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে।

ডেনমার্কের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, মার্কিন পণ্য এড়িয়ে চলাই ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার একমাত্র প্রতিবাদ।

ফ্রান্সেও ছড়িয়ে পড়ছে এই প্রবণতা। ‘বয়কট ইউএসএ, বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান’ নামে একটি ফেসবুক গ্রুপ মাত্র দুই সপ্তাহে পেয়েছে ২০ হাজার সদস্য। ইউরোপজুড়ে নেটফ্লিক্স ও অন্যান্য মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম পরিত্যাগের কথাও ভাবছেন অনেকে।

আরও পড়ুনঃ  ড. ইউনূসের সঙ্গে বৈঠক না করতে মোদিকে ভারতের চাকমা নেতাদের চিঠি

এদিকে, সুইডেনে ৭০ হাজারের বেশি মানুষ একটি ফেসবুক গ্রুপে যোগ দেন, যেখানে তারা বিকল্প ইউরোপীয় ব্র্যান্ডের পরামর্শ দিচ্ছেন।
শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, বড় কোম্পানিগুলোও এখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করছে। মার্কিন নৌবাহিনীর জন্য জ্বালানি সরবরাহ না করার ঘোষণা দিয়েছে নরওয়ের বৃহত্তম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হাল্টবাক’।

সর্বশেষ সংবাদ