Monday, March 31, 2025

এবার বাংলাদেশের ঈদের তারিখ জানালো আমিরাত

আরও পড়ুন

বাংলাদেশে ঈদ কবে তা নিয়ে যখন চলছে নানা আলোচনা ঠিক তখন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশে কাল রবিবার (৩০ মার্চ) চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

বাংলাদেশ সময় শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা এক পোস্টে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রবিবার খালি চোখে চাঁদ দেখা যাবে।’

আরও পড়ুনঃ  স্টারলিংকে যুক্ত হওয়া ইউনূস সরকারের সেরা সিদ্ধান্ত

এর আগে জ্যোতির্বিদ্যা কেন্দ্রটি শনিবার আরব বিশ্বে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছিলো। যদি তাদের এ ধারণা সঠিক হয় তাহলে বাংলাদেশ ও সৌদিতে একইদিনে ঈদ হবে!

এদিকে শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সূত্র: খালিজ টাইম্স

আরও পড়ুনঃ  এক টেবিলে চীন, জাপান ও দ. কোরিয়া : আলোচনা হলো যেসব বিষয়

সর্বশেষ সংবাদ