মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদের তারিখ ঘোষণা হয়েছে। চাঁদ দেখতে পাওয়া না পাওয়ার ওপর নির্ভর করে আগামী ৩০ ও ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে দেশগুলোতে। শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তথ্য নিশ্চিত করেছে খালিজ টাইমস।
সৌদি আরব
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা গেছে। আগামী কাল রোববার অর্থাৎ ৩০ মার্চ দেশটিতে ঈদুল ফিতর। দেশটির সুপ্রিম কোর্টও এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট মুসল্লিদের খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদে দেখা যাওয়ায় এ বছর দেশটিতে ২৯টি রমজান পালিত হল।
কুয়েত, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত
সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
ওমান ও ইরান
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে আগামীকাল রোববার ঈদ হলেও মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন। ইরানেও চাঁদ দেখা যায়নি অর্থাৎ আগামীকাল দেশটিতে চাঁদ দৃশ্যমান হবে। ফলে ইরানেও ঈদ হবে আগামী সোমবার (৩১ মার্চ)।
এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ঈদুল ফিতরের দিন এখনও নির্ধারিত হয়নি। দেশগুলোতে চাঁদ দেখতে অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। জনসাধারণকেও চাঁদ দেখতে আহ্বান জানানো হয়েছে।
ইন্দোনেশিয়া
শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। এর ফলে ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। নেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।