Wednesday, March 19, 2025

গাজার আকাশ ভর্তি ইসরায়েলের ড্রোনে, নেতানিয়াহু বললেন ‘যুদ্ধ কেবল শুরু’

আরও পড়ুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলা ছাড়াও গাজা শহরের আকাশে সর্বত্র উড়ছে ইসরায়েলি ড্রোন। নিহতের সংখ্যা এক দিনেই ৪০০ ছাড়িয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন বলছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে প্রায় দুই মাসের ‘আপেক্ষিক শান্তি’ এখন ভেঙে পড়েছে। ইসরায়েল সতর্ক করে দিয়েছে, ‘যুদ্ধ কেবল শুরু’।

আল জাজিরা লিখেছে, গাজার উত্তরাঞ্চল মেঘাচ্ছন্ন করে রেখেছে ড্রোন। আঘাতপ্রাপ্ত এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য অনেক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এসব বিষয়। গাজা শহরের উত্তরাঞ্চলের একটি তাঁবুতে বোমা পড়ার শব্দ শোনা গেছে। বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুনঃ  ইরাকে সমকামিতায় অভিযুক্ত হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড

গাজা শহরের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলজুড়ে অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আরও হামলা হয়েছে, যার ফলে আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং শহরের পশ্চিমাঞ্চলে আরও বেশি লোককে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ২৫০ জন জিম্মির মধ্যে ৫৯ জনকে এখনও ধরে রেখেছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামলার নির্দেশ দিয়েছেন, কারণ হামাস যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু গাজাবাসীদের ক্ষতির পথ থেকে সরে এসে নিরাপদ এলাকায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিটি বেসামরিক হতাহতের জন্য হামাসকে দায়ী করেছেন তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

তেল আবিবের কিরিয়া সেনা ঘাঁটি থেকে নেতানিয়াহু বলেন, এখন থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান শক্তি প্রয়োগ করবে। এখন থেকে আলোচনা আক্রমণের মধ্যেই হবে। গত ২৪ ঘণ্টায় হামাস ইতোমধ্যেই আমাদের বাহুর আঘাত অনুভব করেছে। আমি আশ্বস্ত করতে চাই, এটি কেবল শুরু।

গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাড়িঘর এবং তাঁবুতে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে একটি ইসরায়েলি বিমান গাজা শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সীমান্তের ওপার থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো গুলি চালিয়েছে।

ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর দ্বিতীয় পর্যায়ের চুক্তি নিয়ে দু’পক্ষের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। ইসরায়েল ও হামাস মধ্যস্থতামূলক আলোচনায় রয়েছে। এ অবস্থায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল।

আরও পড়ুনঃ  জাতিসংঘকে হুমকি দিল ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় হামাস বলেছে, ইসরায়েল একতরফাভাবে গাজা যুদ্ধবিরতি বাতিল করছে। গাজার শাসকগোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি হামলার অর্থ হলো, ইসরায়েল একতরফাভাবে গাজায় ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বাতিল করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৪৮ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজারের বেশি। ওই হামলায় বিরতি আসে গত ১৯ জানুয়ারি। তবে থেমে থেমে হামলা চালাচ্ছিল ইসরায়েল। এরই মধ্যে ফের ব্যাপক হামলা শুরু হলো।

সর্বশেষ সংবাদ