Wednesday, March 19, 2025

কিস্তিতে ঘুষ নেওয়া সেই এসআই ক্লোজড

আরও পড়ুন

কিস্তিতে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সিলেটের বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলীম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে মঙ্গলবার ক্লোজড করা হয়েছে।

তবে ঘটনার সত্যতা নিয়ে এখনও সন্ধিহান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি জানিয়েছেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনার সত্যতা আমরা যাচাই করছি। অভিযোগকারী কোনো মিথ্যার আশ্রয় নিলে পুলিশ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বলে দেশ টিভিকে জানিয়েছেন পুলিশ সুপার।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায়, থানা চত্বরের বৈঠকখানায় বসে গুনে দেওয়া ঘুষের কিস্তি হাসি মুখে পকেটে ভরছেন এসআই মো. আলীম উদ্দিন। টাকা পকেটে করে নেওয়ার সময় বলতে শোনা যায়, চার্জশিটের জন্য লাগবে পুরো ২০ হাজারই। অন্য ভিডিওতে দেখা যায়, মামলার এমসির জন্য অন্য কিস্তির পুরো ২০ হাজারের জন্য দেন-দরবার করছেন তিনি।

আরও পড়ুনঃ  প্রতিদিন ৫০টি চড়-থাপ্পড়েই বাড়বে নারীদের সৌন্দর্য!

সূত্র জানায়, গত বছরের ২০ আগস্ট উপজেলার দৌলতপুর ইউনিয়নের আনপুর গ্রামের মকবুল আলী ও জুনেদ হোসেন গংদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এ ঘটনায় মকবুল আলী প্রতিপক্ষ জুনেদ গংদের বিরুদ্ধে মামলা করেন। ক্রমান্বয়ে এ মামলার তদন্তভার পান এসআই মো. আলীম উদ্দিন।

এদিকে, আসামি পক্ষ নিজ তালতো ভাই, উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে ফয়ছল আহমদকে (৩২) দায়িত্ব দেয় মামলার বিষয়টি তাদের হয়ে দেখভালের জন্য। এর সুবাদে তিনি মামলার বিভিন্ন বিষয়ে পরামর্শ ও আইনি সহায়তা নিতে এসআই আলীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। এক পর্যায়ে তার সঙ্গে মামা-ভাগ্নের সম্পর্ক পাতেন চতুর আলীম। মামলার বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়ার লোভনীয় অফার দেন তিনি। প্রত্যেকটির জন্য বিনিময়ে দাবি করেন পৃথক পৃথক অনৈতিক সুবিধা (ঘুষ)।

আরও পড়ুনঃ  ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফয়সল অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে আলীম ২০ হাজার করে চার কিস্তি ও ১০ হাজার করে দুই কিস্তিতে সুকৌশলে আদায় করে নেন লাখ টাকা। পরে কথামতো কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে ভয়-ভীতি দেখিয়ে তাকেও (ফয়ছল) ফাঁসানোর হুমকি দেন এসআই।

ফয়সল আহমদ আরও অভিযোগ করে বলেন, ‘সরলতার সুযোগ নিয়ে হীন উদ্দেশে সম্পর্ক পেতে দারোগা আলীম আমাকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছেন। আত্মীয়-স্বজনদের কাছে আমার ব্যক্তিত্ব-সততা প্রশ্নবিদ্ধ করে কিস্তিতে লাখ টাকা নিয়েও উল্টো আমাদের হয়রানি করেছেন। একবার কিছুটা সন্দেহ হলে আমি লেনদেনের দুটি ভিডিও ধারণ করে রাখি।’

আরও পড়ুনঃ  শীতবস্ত্র নিয়ে ঢাবির নৈশপ্রহরী-কর্মচারীদের পাশে ছাত্রশিবির

সর্বশেষ সংবাদ