Monday, March 17, 2025

শেখ হাসিনার সাথে আলোচনা করতে এলাহাবাদে নরেন্দ্র মোদি! যা জানা গেল

আরও পড়ুন

সম্প্রতি “ব্রেকিং নিউজ. বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যাক্তিগত আলোচনায় যুক্ত হতে এই প্রথম সরাসরি আলোচনা করতে এলাহাবাদ পৌঁছেছেন ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ব্রিটেনে পাঠানোর বিষয়েই এই আলোচনা। পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার পর উঠে আসে শেখ হাসিনার ব্রিটেনে পাঠানোর বিষয়টি। তারি প্রেক্ষাপটে দীর্ঘ ৭ মাস পর সরাসরি দুই নেতার বৈঠক শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নাগরিকত্ব সনদ চাইলে সরাসরি নাকচ করেন ব্রিটেন গভমেন্ট।

কারন তখন তাকে রাখার মতো প্রক্রিয়াকৃত আইন ছিলো না। আগামীকাল দুই পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে ঘুড়ে দাঁড়ায় রাজনৈতিক চিত্র। আজকে চুড়ান্ত করা হবে শেখ হাসিনাকে ব্রিটেন পাঠানোর প্রস্তুতি এবং তারিখ।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

আরও পড়ুনঃ  হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন : ইসরায়েল

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যক্তিগত আলোচনা করতে এলাহাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ি বহরের নয় বরং, ২০২৪ সালে ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তিরুমালা মন্দির পরিদর্শনের সময়ে তার গাড়ি বহরের পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Distoday News’ নামক একটি তেলেগু গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৬ অক্টোবর ‘High Security Convoy Of Chief Minister Nara Chandrababu Naidu In Tirumala | Distoday News’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে।

আরও পড়ুনঃ  ভারতে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ

ভিডিওটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কি ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম ‘The Times of India’ এর ২০২৪ সালের ০৫ অক্টোবর “Brahmotsavams off to spectacular start: CM Chandrababu Naidu presents silk robes at Tirumala temple amid Tirupati laddu row” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু ৪ অক্টোবর (২০২৪) তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরকে ‘পাট্টু বস্ত্রম’ (রেশমের পোশাক) উপহার দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বার্ষিক ব্রহ্মোৎসবের প্রাক্কালে নাইডু ১৪তমবারের মতো ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীকে ‘পাট্টু বস্ত্রম’ উপহার দিয়েছেন। (অনূদিত)

আরও পড়ুনঃ  মসজিদের মিম্বার থেকে দুই দেশকে সতর্কবাতা বিদ্রোহী নেতার

এছাড়াও সেসময়ে একাধিক ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন(১,২)প্রকাশ করে।

অর্থাৎ, শেখ হাসিনার সাথে ব্যক্তিগত আলোচনা করতে এলাহাবাদে নরেন্দ্র মোদির গাড়ি বহরের দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের ভিন্ন ঘটনার।

তাছাড়া, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির আলোচনা সম্পর্কিত কোন খবর গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায় নি।

সুতরাং, শেখ হাসিনার সাথে ব্যক্তিগত আলোচনা করতে এলাহাবাদে নরেন্দ্র মোদির গাড়ি বহরের দৃশ্য দাবিতে ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তিরুমালা মন্দির পরিদর্শনের সময়ে তার গাড়ি বহরের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

সর্বশেষ সংবাদ