Saturday, August 16, 2025

২৩৮ জনকে ন্যাড়া করে দেশ থেকে বের করে দিলেন ট্রাম্প, নিন্দার ঝড়!

আরও পড়ুন

গতকাল রোববার (১৬ মার্চ) ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ভেনিজুয়েলার একটি গ্যাং ‘ট্রেন ডি অ্যারাগুয়া’র (টিডিএ) ২৩৮ সদস্যকে পাঠানো হয় এল সালভাদরে। পরে ৪০ হাজার বন্দি ধারণক্ষমতা সম্পন্ন একটি কারাগার স্থানান্তর করা হয় তাদের। এ তথ্য পৃথকভাবে নিশ্চিত করেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় রোববার সকালে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সামাজিক মাধ্যমে জানান, ভেনিজুয়েলার গ্যাংয়ের ২৩৮ জন সদস্য তার দেশে পৌঁছেছেন। তালিকায় আন্তর্জাতিক গ্যাংগোষ্ঠী ‘এমএস ১৩’ এর আরও ২৩ সদস্য থাকার কথাও নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুনঃ  দিল্লিতে নিহত ৪, ‘ইয়েলো অ্যালার্ট’ জারি

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭৯৮ সালের ‘অ্যালিয়েন এনিমিস অ্যাক্ট’ প্রয়োগ করে ‘ট্রেন ডি অ্যারাগুয়া’র সদস্যদের দ্রুত বহিষ্কার করার ঘোষণা দেন। এর একদিন পর ওয়াশিংটন ডিসির একজন ফেডারেল বিচারক ১৪ দিনের জন্য আইনটি প্রয়োগ স্থগিত করে দেন।

আদালতের নির্দেশ অমান্য করে গ্যাং সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বেড় কোড়ে দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন। ‘অ্যালিয়েন এনিমিস অ্যাক্ট’ আইনের ব্যবহার বিপজ্জনক ও ভিত্তিহীন বলে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী মহলও।

আরও পড়ুনঃ  হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মি ইসরায়েলে গিয়ে ধর্ষণের শিকার

এদিকে রোববার ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ অমান্য করছে কিনা এ প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত জানান, প্রশাসন আদালতের আদেশ মান্য করতে অস্বীকৃতি জানায়নি। সন্ত্রাসীদের (টিডিএ) মার্কিন ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়ার পরে এ আদেশ জারি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ