Monday, August 18, 2025

ভারতে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড, কী আলোচনা হতে পারে?

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড রোববার (১৬ মার্চ) ভারতে পৌঁছেছেন। ইন্দো-প্যাসেফিক অঞ্চলে সফরের অংশ হিসেবে অন্যান্য দেশের পাশাপাশি তুলসী ভারতের মাটিতে পা রাখলেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বন্ধ করতে এবং গোয়েন্দা তথ্য শেয়ারের বিষয়টি শক্তিশালী করতে দিল্লিতে উচ্চ-স্তরের যে সম্মেলন হতে যাচ্ছে তাতে উপস্থিত থাকবেন তুলসী গ্যাবার্ড। এই সম্মেলনের সভাপতিত্ব করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ ছাড়া তুলসী ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুনঃ  ছয় মাস ধরে গোপন কক্ষে বন্দি, জ্ঞান ফিরলেই দেয়া হতো ইনজেকশন'

টাইমস অফ ইন্ডিয়া বলছে, দিল্লির এই সম্মেলনে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের গোয়েন্দাপ্রধানরা উপস্থিত থাকবেন।

গত ১২ ফেব্রুয়ারি ডিএনআই’র পরিচালক হিসেবে শপথ নেন তুলসী। তার অধীনে রয়েছে দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থা। সেইসময় যুক্তরাষ্ট্রে তুলসী গ্যাবার্ডের সঙ্গে প্রথম বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে বিবিসি প্রতিবেদনে বলা হয়, তুলসীর সঙ্গে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির ‘নৈকট্য’ আছে। ২০১৫ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তুলসী গ্যাবার্ড। সেই সময় তার বিয়ে নিয়ে ভারতে বিস্তর আলোচনাও হয়েছিল। কারণ, বৈদিক রীতি অনুযায়ী হাওয়াইয়ে সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেছিলেন গ্যাবার্ড।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থীদের ওপর ইসরায়েলপন্থীদের হামলা

‘দ্য ক্যারাভান’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তরণজিৎ সান্ধু ও রাম মাধব।

সেই সময় রাম মাধব ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছিলেন। এর আগে রাম মাধব ১০ বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলেছেন।

বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার হিসেবে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ  হঠাৎ করে যে দেশে যাচ্ছেন জয়

বিয়ের কয়েক মাস আগে প্রথমবারের জন্য ভারত সফরে এসেছিলেন গ্যাবার্ড। তিন সপ্তাহব্যাপী এই সফরে তিনি প্রধানমন্ত্রী মোদি, তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রশংসা করতে শোনা গিয়েছিল তাকে।

এবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়ার পর ভারত সফরে এসেছেন। তাই তুলসীর ভারত সফরের আলাদা গুরুত্ব আছে বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ