Monday, August 18, 2025

কেন ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন?

আরও পড়ুন

বুধবার (৬ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কথা এবং সুনির্দিষ্ট কাজের ভিত্তিতে ট্রাম্প সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হবো।’

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধের পর থেকেই রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ। বিশেষ করে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থনের কারণে মস্কো ক্ষুব্ধ।

এর আগে নির্বাচিত হয়ে, ট্রাম্প দাবি করেছেন যে, তিনি ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ শেষ করবেন।

‘যুক্তরাষ্ট্র ইউক্রেনের এই সংঘাত শেষ করার ক্ষমতা রাখে। কিন্তু তারাই আবার সেই সংঘাতের আগুনে ঘি ঢালছে’, দাবি করেন পেসকভ।

আরও পড়ুনঃ  নামাজরত অবস্থায় হামাসের রাজনৈতিক নেতাকে হত্যা করলো ইসরায়েল

পেসকভ আরও বলেন, ট্রাম্প তার প্রচারণার সময় বেশ কিছু কঠোর বিবৃতি দিয়েছিলেন। আবার তিনিই আন্তর্জাতিক অঙ্গনে যাতে শান্তি আসে সেজন্য তার আকাঙ্ক্ষার কথা বলেছেন।

‘কিন্তু জয়ের পরে, ওভাল অফিসে ঢোকার পর কখনও কখনও বিবৃতি পাল্টে যায়’, বলেন পেসকভ।

তবে ক্রেমলিন এও বলেছে যে, পরবর্তী প্রশাসনের পক্ষে রুশ-মার্কিন সম্পর্ক আর খারাপ করা সম্ভব নয়; কারণ এরমধ্যেই সেই সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

এদিকে মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা প্রত্যাখ্যান করেছেন পেসকভ।

আরও পড়ুনঃ  যেসব দেশে ঈদের তারিখ ঘোষণা

পেসকভ জানিয়েছেন যে, তিনি আসলেই ট্রাম্পকে অভিনন্দন জানানোর বিষয়ে স্পষ্ট কিছু জানেন না। যেহেতু যুক্তরাষ্ট্র রাশিয়ার অবন্ধুপ্রতীম দেশ এবং তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িত আছে।

পেসকভ ইউক্রেনের দিকে ইঙ্গিত করে এ কথা বলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ