Monday, August 18, 2025

ইরানে হামলার পর জরুরি বৈঠকে নেতানিয়াহু

আরও পড়ুন

ইরানে বহুল আলোচিত প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল।

বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, মোসাদ প্রধান এবং শিন বেটের প্রধানের সাথে কিরিয়া (প্রতিরক্ষা মন্ত্রণালয়) বিমান বাহিনী ঘাঁটিতে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করছেন’।

আরও পড়ুনঃ  ইজরায়েলের প্রধান সমর্থক হয়েও কেন সমালোচনায় নেই যুক্তরাষ্ট্র!

গত ১ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। তেহরান দাবি করে এসেছে, এতে ইসরাইলের নেভাটিম বিমান ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলার পর থেকে ইরানকে শোচনীয় জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়ে এসেছে তেল আবিব এবং তার মিত্র ওয়াশিংটন।

টাইমস অব ইসরাইল তাদের প্রতিবেদনে বলছে, ইসরাইল যে হামলা চালিয়েছে তা অত্যন্ত সুনির্দিষ্ট। অন্যদিকে আল জাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের হামলা কয়েক পর্বে হতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ