Monday, August 18, 2025

লাহোরে দুটি ‘ভারতীয়’ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

আরও পড়ুন

গত কয়েক ঘণ্টায় পাকিস্তানের লাহোরে দুটি সন্দেহভাজন ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৮ মে) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেট প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন পাঞ্জাব শহরের একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে সূত্রটি এই ড্রোনগুলো কোথা থেকে এসেছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি। ওই পুলিশ কর্মকর্তার শুধু বলেছেন, কর্মকর্তারা ‘এই যন্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত পরীক্ষা করছেন।’

আরও পড়ুনঃ  গাজা সীমান্তবর্তী এলাকার দখল এখন ইসরায়েলের হাতে

এর আগে প্রকাশিত আল-জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের লাহোরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, শহরের ওয়ালটন রোডের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে বুধবার (৭ মে) রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাঞ্জাব এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও কয়েক ডজন আহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা আমাদের নিরীহ শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’

আরও পড়ুনঃ  হঠাৎ পাকিস্তানে তুর্কি যুদ্ধজাহাজ

ভারত জানিয়েছে, পাকিস্তানের গুলিতে ভারত-শাসিত কাশ্মীরে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। তবে পাকিস্তান এই ঘটনায় কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ