Sunday, August 17, 2025

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো ড. ইউনূসের চীন সফর কেমন হতে যাচ্ছে

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো ড. ইউনূসের চীন সফর কেমন হতে যাচ্ছে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেইজিং তাকে উষ্ণ অভ্যর্থনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটি তার প্রথম চীন সফর, যেখানে কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পাবে।

আরও পড়ুনঃ  ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান

ড. ইউনূস ২৭ মার্চ হাইনান প্রদেশে বোয়াও ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। ২৮ মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এরপর তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন, যেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।

সফরের প্রেক্ষাপট: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, এমন সময় ড. ইউনূস চীন সফরে যাচ্ছেন, যখন বাংলাদেশ-ভারত সম্পর্ক উত্তপ্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে বেড়া নির্মাণ, এবং মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য—এসব ইস্যু দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে।

আরও পড়ুনঃ  আমাকে ভোট দিন নাহলে ইসরায়েল ধ্বংস হবে: ট্রাম্প

তবে এই সফর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অবস্থানকে আরও সুসংহত করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ