Sunday, August 17, 2025

একজনের মরদেহ উদ্ধার, ৩৬ সৈন্য আহত, লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে একটি যানবাহন দুর্ঘটনায় সেনাবাহিনীর ৩৬ জন সদস্য আহত হয়েছেন। ঘূর্ণিঝড় আলফ্রেড শনিবার (৮ মার্চ) কিছুটা দুর্বল হলেও দ্রুত এটি কুইন্সল্যান্ডে রাজধানী শহর ব্রিসবেনে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। খবর বিবিসি

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরের মধ্যে থাকতে নির্দেশনা দিয়েছে। কারণ ঘূর্ণিঝড়ের প্রভাব এখন শেষ হয়নি। এছাড়া প্রচণ্ড বাতাসের কারণে অনেক গাছপালা ভেঙে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ডুবে গেছে রাস্তা ঘাট। ঝড়ের আঘাতে ওই অঞ্চলের প্রায় ৩ লাখের অধিক বাড়িঘর বিদ্যুৎ হীন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ ইসরায়েলে

পুলিশ জানিয়েছে, তারা বন্যার পানি থেকে ৬১ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে। ঝড়ের আঘাতে শুক্রবার তার গাড়িটি ডুবে গেল তিনি নিখোঁজ হন। উত্তর নিউ সাউথ ওয়েলসের দোরিগোতে এ ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে নদীর তীরে একটি গাছে আশ্রয় নেন। কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছানো আগেই তিনি পানির আঘাতে ভেসে যান।

পুলিশ শনিবার একটি মরদেহ উদ্ধার করেছে। তাদের ধারণা, নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ তারা খুঁজে পেয়েছেন।

আরও পড়ুনঃ  যেসব দেশে ঈদের তারিখ ঘোষণা

এদিকে পৃথক এক ঘটনায় শনিবার সেনাবাহিনীর ৩৬ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের বহন করা গাড়িটিকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় এসব সেনা সদস্যকে কুইন্সল্যান্ডের সীমান্তে লিসমোরে মোতায়েন করা হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী বন্যাদুর্গতের সাহায্য করতে গিয়ে গুরুতর আহত হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ