বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সব পর্যায়ের সদস্যরা।
শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বন্যার্তদের সহায়তায় সব র্যাব সদস্যদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিজিবির সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়।