Friday, January 10, 2025

লুট হয়েছে ৫৮২৯ আগ্নেয়াস্ত্র এখনো বেহাত ২০৬৬টি

আরও পড়ুন

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা ঢাকাসহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় আক্রমণ চালায়। সে সময় কয়েকটি থানার পুলিশ নির্বিচারে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। তখন তাদের অনেকেই থানাসহ বিভিন্ন জায়গায় নিজেদের আগ্নেয়াস্ত্র ফেলে যায়। সুযোগ পেয়ে বিক্ষুব্ধ জনতার একটি অংশ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করে। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ১২ আগস্ট থেকে কয়েক দফায় সেই অস্ত্র-গোলাবারুদ ফেরত দেওয়ার অনুরোধ করা হয়। গতকাল মঙ্গলবার শেষ হয়েছে অস্ত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়।

গতকাল পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনা থেকে ৫ হাজার ৮২৯টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে পিস্তল, বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি, এলএমজি, শটগান, গ্যাসগানসহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। একই দিন ৬ লাখ ৬ হাজার ৭৪২ রাউন্ড গোলাবারুদ লুট হয়। এ ছাড়া সাউন্ড গ্রেনেড, গ্যাস গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল লুট হয়।

আরও পড়ুনঃ  লঘুচাপের প্রভাবে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, লুণ্ঠিত এসব অস্ত্র ও গোলাবারুদের মধ্যে গতকাল পর্যন্ত বিভিন্ন ধরনের ৩ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৮৬ হাজার ৮২ রাউন্ড গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযান ছাড়াও অনেকে পুলিশ সদর দপ্তরের আহ্বানে সাড়া দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লুণ্ঠিত অস্ত্র ও গুলি জমা দিয়ে গেছেন। তবে জমা দেওয়ার সেই নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় এখনো বেহাত থাকা ২ হাজার ৬৬টি আগ্নেয়াস্ত্র ও ৩ লাখ ২০ হাজার ৬৬০ রাউন্ড গোলাবারুদ উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  বেরোবির সম্মাননা প্রত্যাখ্যান উপদেষ্টা নাহিদের

এবং ৯ পয়েন্ট ১৯ মি.মি পিস্তল ১ হাজার ৫৫৬টি, ৯ পয়েন্ট ১৯ মি.মি এসএমজি/এসএমটি ৩২টি, ১২ বোরের শটগান ২ হাজার ১৯০টি, সিঙ্গেল শটের ৩৮ মি.মি গ্যাসগান ৫৯৩টি। এ ছাড়া সিক্স শটের ৩৮ মি.মি টিয়ার গ্যাস লাঞ্চার ১৫টি এবং ৩টি ২৬ মি.মি সিগন্যাল পিস্তল রয়েছে।

এর বাইরে বিভিন্ন বোরের ৬ লাখ ৬ হাজার ৭৪২ রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের টিয়ার গ্যাসের শেল ৩১ হাজার ৪৪টি, টিয়ার গ্যাস গ্রেনেড ১ হাজার ৪৫৫টি, সাউন্ড গ্রেনেড ৪ হাজার ৬৯২টি, কালার স্মোক গ্রেনেড ২৯১টি, মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড ৫৫টি, ফ্লাশ ব্যাং গ্রেনেড ৮৯৩টি এবং ১৭৭টি হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে লুট হয়।

এখন পর্যন্ত বেহাত যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ: পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো ৩৩৮টি চায়না রাইফেল (৭.৬২ পয়েন্ট ৩৯ মি.মি), একটি ৭.৬২ পয়েন্ট ৩৯ মি.মি বাংলাদেশি রাইফেল, ৬৬টি চায়না এসএমজি, ১১টি চায়না এলএমজি, ৮৪৯টি সেভেন পয়েন্ট ৬২ এবং নাইন পয়েন্ট ওয়ান নাইন পিস্তল, একটি নাইন পয়েন্ট ওয়ান নাইন মি.মি এসএমজি/এসএমটি, ৬২২টি ১২ বোরের শটগান, ১৬৮টি সিঙ্গেল শটের ৩৮ মি.মি গ্যাসগান, ৮টি সিক্স শটের ৩৮ মি.মি টিয়ার গ্যাস লাঞ্চার এবং ২টি ২৬ মি.মি সিগন্যাল পিস্তল।

আরও পড়ুনঃ  ঢাবির শিবির সভাপতি পরিচয়ে দেয়া ফেসবুক পোস্টে যা লেখা হয়েছে

এ ছাড়া বিভিন্ন বোরের ৩ লাখ ২০ হাজার ৬৬০ রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের ৮ হাজার ৯০৫টি টিয়ার গ্যাসের শেল, ৭৫১টি টিয়ার গ্যাস গ্রেনেড, ২ হাজার ৫৭৬টি সাউন্ড গ্রেনেড, ৭৮টি কালার স্মোক গ্রেনেড, ৩৭টি মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড, ৩৬০টি ফ্লাশ ব্যাং গ্রেনেড এবং ৮৩টি হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে।

সর্বশেষ সংবাদ