Tuesday, August 12, 2025

খুলনার সাবেক জেলার-জেল সুপারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

এবার খুলনার সদ্য সাবেক জেল সুপার ও জেলারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন খুলনা জেলা বিএনপির সাধারণ সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত খুলনার বিচারক মো. আনিসুর রহমান মামলাটি গ্রহণ করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি ডিসিকে তদন্তভার দিয়েছেন আদালত। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আসামিরা হলেন সদ্য সাবেক খুলনার জেলার এ জি মাহমুদ (৫০), সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের (৪৮) ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজ (৪৫)।

আরও পড়ুনঃ  রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. শহীদুল ইসলাম জানান, গত ৩ মে বিকেল ৩টার দিকে খুলনা জেলা কারাগারে বন্দি অবস্থায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী হৃদরোগে আক্রান্ত হলে ওই আসামিরা চিকিৎসার সুযোগ দেননি। বরং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে দুদিন বিনা চিকিৎসায় কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার দুর্গে আবারও যৌথবাহিনীর হানা, গ্রেপ্তার

সেখানকার সিসিইউতে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক জানান, দুদিন ধরে তার হার্টের সেল অনেকটাই ড্যামেজ হয়েছে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে এখনো পুরোপুরি সুস্থ হননি এসএম মনিরুল হাসান বাপ্পী।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র্র করে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা এসএম মনিরুল হাসান বাপ্পীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ