Thursday, August 14, 2025

চলে আসুন’ পোস্টের আড়াই ঘণ্টা পর সংঘর্ষে ওয়াসিমের মৃত্যু

আরও পড়ুন

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর মুরাদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিন দুপুর ২টার দিকে স্ট্যাটাস দেন ওয়াসিম, সেখানে তিনি লেখেন, ‘চলে আসুন ষোলশহর।’ আর সাড়ে ৪টার দিকে ষোলশহর সেখান থেকে খবর আসে তিনি মারা গেছেন। সেই স্ট্যাটাসের নিচে অনেককে শোক ও সমবেদনা জানিয়ে বার্তা লিখতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  মা নেই, রাজনৈতিক মামলায় কারাগারে বাবা, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ভাই

ওয়াসিমের ফেসবুক প্রোফাইলে নিজের পরিচয়ে খেলা রয়েছে, তিনি চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ