Saturday, July 26, 2025

সোশ্যাল মিডিয়া

কোটা আন্দোলন নিয়ে গুগলের ইঞ্জিনিয়ার সবুরের ফেসবুক স্ট্যাটাস

আরও পড়ুন

কোটাবিরোধী আন্দোলনে গোটা দেশ উত্তাল। আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে এরইমধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক শতাধিক। কোটা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। জনপ্রিয় অনেক ইনফ্লুয়েন্সার তাদের মতামত জানান দিচ্ছেন। এবার কোটা আন্দোলন নিয়ে গুগলের ইঞ্জিনিয়ার জাহেদ সবুর ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

তিনি বলেন, আমার মা-বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। অনেকেরই হয়তো পরিবারে কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না। কাজেই আমরাই সংখ্যায় অনেক অনেক বেশি। যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের জন্যে আমরা কতটুকু সুবিধা দিতে চাই? শূন্য? স্বার্থপর হলে তাহলে এটাই সঠিক। সবার ভালোবাসা পাবার আশায় সংখ্যাগরিষ্ঠ হয়ে নিজেদের পক্ষে কথা বলা খুব সহজ। আমি সেই মানুষ নই। তেমন মানুষ ভালো না লাগলে আমাকে আনফলো করে বিদায় হন।

আরও পড়ুনঃ  ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা

তিনি আরও বলেন, আর বাকিরা যাদের মধ্যে নিঃস্বার্থ নীতি বলতে কিছু আছে, আপনারা কতটুকু সুবিধা দিতে চান মুক্তিযোদ্ধাদের? ৩০% এর জায়গায় ২০%? না হয় ধরলাম ১০%? বছরে কয়টা সরকারি পোস্টে নতুন মানুষ নিয়োগ দেওয়া হয়? ৩০% এর জায়গায় ১০% ধরলে ২০% নিয়ে যদি মতের অমিল হয়ে থাকে, তাহলে তাতে বছরে কয়টা নিয়োগের অমিল হয় সেটা হিসাব করে দেখেছেন? আমাদের জনসংখ্যার ০.০০০১% কি হয় তাতে? বাকিরা কি করবেন?

আরও পড়ুনঃ  সরকার পতনের পর অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমনের ভিডিও বার্তা

সবুর বলেন, আপনাদের এত দুর্নীতির অভিযোগে যে সরকারি চাকরির পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নিয়োগ নিয়ে সেই চাকরির জন্য এত যুদ্ধ? আজকের যুগে যেখানে পরিশ্রম করলে পৃথিবী আপনার, সুযোগের অভাব নাই, সেখানে এই শর্টকাট নিয়ে ঘুষ খাবার বন্দোবস্ত করতে পারবে না বলে এত হা-হুতাশ, এত যুদ্ধ। আপনারাই তো বলেন সরকারী চাকরীর বেতন কম, তারপরও বেশিরভাগ ঘুষ নিয়ে রাতারাতি বড়লোক হবার জন্য এই পথ বেছে নেয়। তারপর নিজেরাই আবার সেটার জন্যে মরিয়া?

আরও পড়ুনঃ  ৫ আগস্ট পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হয়নি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গুগলের এই ইঞ্জিনিয়ার বলেন, আমার বা অন্য কারো দোষ ধরে আপনাদের জীবন বদলাবে না। কাজেই যা ইচ্ছা করতে পারেন কিন্তু তাতে লাভ ক্ষতি শুধু আপনাদেরই হবে, বাকিরা শুধু আপনাদের পছন্দমতো কথা বলে নিজেদের স্বার্থে আপনাদের নিয়ে ব্যবসা করবে। কিন্তু সেটা বোঝার শক্তি আপনাদের নাই।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ