Thursday, July 10, 2025

মৃত ভেবে মরুভূমিতে ফেলে গিয়েছিল, ভাবিনি বেঁচে দেশে ফিরবো’

আরও পড়ুন

মুক্তিপণের জন্য লিবিয়ায় দিনের পর দিন নির্যাতনের পর আমাদের মৃত ভেবে মরুভূমিতে ফেলে গিয়েছিল। বেঁচে দেশে ফিরতে পারবো, তা ভাবিনি।’ লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে জিম্মিদশায় ৯ মাসের অমানবিক নির্যাতনের গল্প এভাবেই শোনাচ্ছিলেন কুষ্টিয়ার তানজির শেখ।

বুধবার (৯ জুলাই) সকালে বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার সঙ্গে ফিরেছেন ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও নোয়াখালীর আলমগীর হোসেন।

তানজির শেখ বলেন, ‘আমাদের দিনরাত বেঁধে রাখা হতো, লোহার রড দিয়ে পেটানো হতো। নির্যাতনের ভিডিও পরিবারে পাঠিয়ে মুক্তিপণ নিতো।’

আরও পড়ুনঃ  বাংলাদেশে ‘উগ্রপন্থী গোষ্ঠীর’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভারতের

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, গত আট বছর ধরে বিমানবন্দরে ফেরত আসা প্রবাসীদের সহায়তায় কাজ করছে তাদের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। তাদের সঙ্গে যোগাযোগ করার পরই দেশে ফেরার সুযোগ তৈরি হয় এ তিন বাংলাদেশির।

সর্বশেষ সংবাদ