Monday, July 7, 2025

হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাবধান! এই ৩ ধরনের বার্তা দেখলেই মুছে ফেলুন

আরও পড়ুন

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন মানুষ খুব কমই আছেন। তরুণ থেকে শুরু করে প্রবীণ সবার হাতেই রয়েছে এই মেসেজিং অ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ যত সহজলভ্য হয়েছে, প্রতারণার ঝুঁকিও ততটাই বেড়েছে। 

সাইবার অপরাধীরা এখন হোয়াটসঅ্যাপকে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে। লিংক বা কোড পাঠিয়ে ফাঁদে ফেলছে ব্যবহারকারীদের। অনেক সময় পরিচিত নম্বর থেকেও এমন বার্তা আসে, যা বিশ্বাস করা বিপজ্জনক।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা তিনটি সতর্কতা লক্ষণের কথা বলেছেন। এই তিনটি লক্ষণ দেখলেই বার্তাটি মুছে ফেলুন:

আরও পড়ুনঃ  কক্সবাজার সমুদ্র সৈকতে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে

অচেনা নম্বর থেকে লিংক বা কোডসহ বার্তা: আপনি পুরস্কার জিতেছেন,এই লিংকে ক্লিক করুন, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এই ধরনের বার্তায় লিংক থাকলে কখনোই ক্লিক করবেন না।

ব্যক্তিগত তথ্য চাওয়া বার্তা: যদি কোনো বার্তায় OTP, পাসওয়ার্ড, ব্যাঙ্ক ডিটেইলস বা জাতীয় পরিচয়পত্র চাওয়া হয় আর তা যদি পরিচিত কারো নামেও আসে সেই বার্তা অবিলম্বে মুছে ফেলুন।

ভুয়া চাকরি, লটারি বা অফারের প্রলোভন: ঘরে বসে আয় করুন, ৩ মিনিটে ১০০০ টাকা ইনকাম, সরকারি ভর্তুকি পাবেন, এ ধরনের বার্তা প্রায়শই প্রতারণামূলক।

আরও পড়ুনঃ  চেম্বারে অচেতন করে কলেজছাত্রীকে ধর্ষণ

এই ধরণের মেসেজে দ্রুত রিঅ্যাক্ট না করে বার্তাটি যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই ধরনের বার্তা এলে কখনোই ক্লিক করবেন না, উত্তর দেবেন না এবং প্রয়োজনে রিপোর্ট ও ব্লক করুন। সচেতন থাকলেই সুরক্ষা সম্ভব। নিরাপদ থাকতে হলে সন্দেহজনক বার্তা পাওয়া মাত্র সেটি রিপোর্ট ও ব্লক করাও জরুরি।

সর্বশেষ সংবাদ