Monday, July 28, 2025

বাংলাদেশে ‘উগ্রপন্থী গোষ্ঠীর’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভারতের

আরও পড়ুন

বাংলাদেশে ‘উগ্রপন্থী গোষ্ঠীর’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভারতের

ভারত আবারও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। চট্টগ্রামে সাম্প্রতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ আহ্বান জানান।

নয়াদিল্লি বলেছে, এ ধরনের কার্যক্রম শুধু সম্প্রদায়ের মধ্যে আরো উত্তেজনা সৃষ্টি করবে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন জয়সওয়াল।

জয়সওয়াল বলেন, ‘আমরা লক্ষ করেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু ধর্মীয় সংগঠনগুলোর বিরুদ্ধে উসকানিমূলক পোস্টের পর বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। তাদের সম্পত্তি লুট করা হয়েছে, তাদের ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোও লুট করা হয়েছে।’

আরও পড়ুনঃ  রাগে ফুঁসছে ছাত্র-জনতা, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক

তিনি বাংলাদেশ সরকারের প্রতি ‘উগ্রপন্থী গোষ্ঠীর’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

নয়াদিল্লির মুখপাত্র বলেন, ‘এটি স্পষ্ট, কিছু উগ্রপন্থী গোষ্ঠী এই ধরনের পোস্ট ও অবৈধ অপরাধমূলক কার্যক্রমের পেছনে রয়েছে।

এর ফলে সম্প্রদায়ের মধ্যে আরো উত্তেজনা সৃষ্টি হবে। আমরা আবারও বাংলাদেশ সরকারের কাছে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সম্প্রতি চট্টগ্রামের হাজারী গলিতে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। একটি ফেসবুক পোস্টের কারণে এটি শুরু হয়েছিল, যেখানে ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসন) সমালোচনা করা হয়েছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ