Sunday, July 27, 2025

বোমা বিস্ফোরণে সহকারী কমিশনারসহ নিহত ৫

আরও পড়ুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

বাজৌরের পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানান, বুধবার (২ জুলাই) খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় নাওগাই রোডে একটি সরকারি গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক নাগরিক রয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে লক্ষ্যবস্তু সরকারি গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে খার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

সর্বশেষ সংবাদ