Monday, March 31, 2025

ইরানকে ‘বোমা হামলার’ হুমকি দিয়ে যা বললেন ট্রাম্প

আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা হামলা এবং দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তেহরান তার পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে চুক্তিতে না আসে, তবে সেখানে বোমা হামলা হবে। খবর রয়টার্সের।

রোববার (৩০ মার্চ) এনবিসি নিউজের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন ও ইরানি কর্মকর্তারা কথা বলছেন। কিন্তু তিনি বিস্তারিত কিছু বলেননি।

ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি না করলে বোমা হামলা হবে। কিন্তু একটি সুযোগ আছে যে যদি তারা চুক্তি না করে, আমি তাদের উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করব, যেমন আমি চার বছর আগে করেছিলাম।”

আরও পড়ুনঃ  দুই চীনা তরুণীর স্বপ্নে বদলে যাচ্ছে বাংলাদেশের ব্যাটারিচালিত রিকশা

ইরান এবং বিশ্বশক্তির মধ্যে ২০১৫ সালের চুক্তি থেকে ট্রাম্প তার প্রথম শাসনামলে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। পরে তেহরানের বিতর্কিত পারমাণবিক কার্যকলাপের উপর কঠোর সীমাবদ্ধতা জারি করা হয়। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞাও পুনর্বহাল করেন। তারপর থেকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্রমবর্ধমান কর্মসূচিতে সম্মত সীমা ছাড়িয়ে গেছে।

তেহরান এখন পর্যন্ত ট্রাম্পের চুক্তি বা সামরিক পরিণতির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে।
ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যেখানে তেহরানকে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে দুইমাসের সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বরাতে ইরানের সরকারী সংবাদ সংস্থা ইরনা এই খবর দিয়েছে।

আরও পড়ুনঃ  'ফের ইরানের ওপর হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না'

প্রসঙ্গত, ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বিকাশের একটি গোপন এজেন্ডা রয়েছে বলে পশ্চিমা শক্তিগুলো ইরানকে অভিযুক্ত করে। তবে তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক শক্তির উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ