Sunday, August 17, 2025

ইসরায়েলি বর্বরতার মধ্যে গাজাবাসীদের আরও এক ঈদ উদযাপন, কেমন যাচ্ছে

আরও পড়ুন

ইসরায়েলি বর্বরতার মধ্যে দ্বিতীয় বারের মতো পবিত্র ঈদুল ফিতর পালন করছে গাজাবাসী। তবে এবারের ঈদ উদযাপন গাজাবাসীর জন্য আরও কঠিন হয়ে পড়েছে। কারণ গত ১ মার্চ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া বন্ধ করে দেয়া হয়েছে মানবিক সহায়তা প্রবেশ। ফলে রমজানের শুরু থেকেই এবার ফিলিস্তিনিরা অনাহারে অর্ধাহারে রোজা পালন করেছে। খবর আল জাজিরা

নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অনেক ফিলিস্তিনি নিজ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় খোঁজে অন্যত্র পালিয়ে গেছেন। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়েছে, তাতে বলা চলে এবারের ঈদ যেন গাজাবাসীর জন্য নয়। ফিলিস্তিনিরা বলছেন, ‘তাদের উদযাপনের কিছুই নেই’।

আরও পড়ুনঃ  মেঘালয়ের ধর্ষণকাণ্ডের পর নড়েচড়ে বসেছে দিল্লি, গ্রেপ্তার হচ্ছে আওয়ামী নেতারা

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজাবাসীদের শুভেচ্ছা জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী নেতা আব্দুলমালিক বদর আল দিন আর হুতি। ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুলমালিক ফিলিস্তিনের প্রতি ইয়েমেনি জনগণের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া তিনি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, হামলা চালিয়ে ইয়েমেনের সামরিক সক্ষমতা হ্রাস করতে পারবে না এবং গাজার প্রতি তাদের সমর্থন দুর্বল করতে সক্ষম হবে না।

আরও পড়ুনঃ  স্কুলের খাবারে মিলল মরা সাপ, অসুস্থ শতাধিক শিশু

ঈদুল ফিতর উদযাপন করতে গিয়েও ইসরায়েলি কারাগারে আটক থাকাদের কথা ভুলেনি গাজাবাসীরা। বর্তমান ও পূর্বে বন্দি থাকাদের নিয়ে গঠিত ফিলিস্তিনি কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এবার ভূমি দিবস এবং ঈদুল ফিতর এমন এক সময় আমাদের মাঝে এসেছে যখন গাজা ও পশ্চিমতীরে গণহত্যা চলছে। ফিলিস্তিনের ইতিহাসে যা একটি রক্তক্ষয়ী সময়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ