Tuesday, April 1, 2025

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঈদের তারিখ নিয়ে যা জানাল আন্তর্জাতিক সংস্থা

আরও পড়ুন

বাংলাদেশে কবে ঈদ হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। রোববার সন্ধ্যার পর চাঁদ দেখে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে এর আগেই বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে ঈদুল ফিতর হবে আগামী সোমবার (৩১ মার্চ)। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।

আরও পড়ুনঃ  ২০টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস

সংস্থাটি দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে। এক্সে-এর অফিসিয়াল পেজে পৃথক পোস্টে বলা হয়েছে, ভারতে ও পাকিস্তানে ঈদুল ফিতর সোমবার (৩১ মার্চ) হবে বলে আশা করা হচ্ছে। আজ সেখানে রমজানের ২৮তম দিন। আগামীকাল রোববার অর্ধচন্দ্র খালি চোখে দেখা যাবে।

এদিকে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের দিন এখনও নির্ধারিত হয়নি। দেশগুলোতে শনিবার রাতে অনুসন্ধান চালাবে সংশ্লিষ্ট সংস্থা। জনসাধারণকেও চাঁদ দেখতে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  এখনই হোয়াইট হাউসে বসা হচ্ছে না ট্রাম্পের, ৭৪ দিনের অপেক্ষা

এর আগে পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির তথ্যমতে, দেশ দু’টিতে ঈদ হবে আগামী সোমবার অর্থাৎ ৩১ মার্চ। এর আগে অস্ট্রেলিয়াও আগামী সোমবার (৩১ মার্চ) ঈদের দিন ঘোষণা করে।

সর্বশেষ সংবাদ