Monday, March 31, 2025

ইফতার পার্টিতে অংশ নিয়ে মুসলিমদের যে বার্তা দিলেন ট্রাম্প

আরও পড়ুন

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রমজান মাসে মুসলিমদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট হাউসে এ ইফতার অনুষ্ঠিত হয়েছে বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।

ইফতার অনুষ্ঠানে ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ আমেরিকান মুসলিম সমর্থন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘মুসলিমরা রমজান মাসে প্রতিদিন পরিবারের সাথে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইফতারের মাধ্যমে তাদের রোজা ভঙ্গ করে। আজ আমারাও এই রীতি পালন করে ইফতার করবো। আমি সেই সকল মানুষকে শুভেচ্ছা জানাতে চাই যারা আমাদের জোরালোভাবে সমর্থন করেছেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের অস্ত্রে গাজায় ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন, শঙ্কা মার্কিন কর্মকর্তার

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস কূটনীতি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে সম্পাদিত একাধিক চুক্তির কথা উল্লেখ করে বলেন, ইসরাইল এবং বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম আমেরিকানরা ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন, যা ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটিক পার্টিকে দিয়ে থাকে। এর মূল কারণ ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতি সমর্থনের কারণে ব্যাপক অসন্তোষ।

আরও পড়ুনঃ  এবার ইরান ইসরাইল ইস্যুতে মুখ খুললেন খামেনি

ট্রাম্প বারবার নির্বাচনী প্রচারণায় সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগ মূহূর্তে হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হন। যদিও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে সম্মত না হয়ে ইসরাইল ফের গাজায় হামলা শুরু করেছে।

ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকদের পাশাপাশি দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া সিনেটর লিন্ডসে গ্রাহাম, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড, উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি বিশেষ দূত মরগান অর্টাগাস ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নতুন মাত্রায় যুদ্ধ শুরুর শঙ্কা, কী করবে মুসলিম বিশ্ব?

সর্বশেষ সংবাদ