Monday, March 31, 2025

শক্তিশালী ভূমিকম্পে চোখের পলকেই মাটিতে মিশে গেল বহুতল ভবন

আরও পড়ুন

মিয়ানমারে ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২ টা ৫০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মতে এর মাত্রা ছিল ৭.৭। অন্যদিকে চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ঝাঁকুনিটির মাত্রা ছিল ৭.৯।

এর মধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পের ভয়াবহতা প্রকাশ্যে আসতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বহুতল ভবন কাঁপছে। ভবনের সুইমিং পুল থেকে পানি ছিটকে পড়ছে মাটিতে।

আরও পড়ুনঃ  ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিংসা ছড়াতে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে: ওয়াইসি

রাস্তায় আতঙ্কিত মানুষ বেরিয়ে আসছেন। স্থানীয়রা ভবনটির ভেঙে পড়ার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। অনেকে দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।

এ ছাড়া একটি ভয়ংকর দৃশ্যও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ব্যাংককের একটি নির্মাণাধীন আকাশচুম্বী ভবন নিমিষেই সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। জানা গেছে, ৩০ তলাবিশিষ্ট ওই ভবন ধসে পড়ে ৪৩ জন নির্মাণকর্মী নিখোঁজ রয়েছে।

থাইল্যান্ড ও মিয়ানমারে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী পেতোংটার্ন শিনাওয়াত্রা এক্স-এ একটি পোস্টে বলেছেন, শক্তিশালী ভূমিকম্পের পরে একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন তিনি। এ কারণে তিনি দক্ষিণ দ্বীপ ফুকেটে একটি সরকারি সফর স্থগিত করেছেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানে কল সেন্টারে ঢুকে পড়ল জনতা, শত শত ল্যাপটপ লুট!

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, অন্য ভূকম্পনটির মাত্রা ছিল ৬.৪। প্রথম কম্পনটি স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

সর্বশেষ সংবাদ