Monday, August 18, 2025

সেলুনে ঘাড়ে ম্যাসাজের কারণে এক ব্যক্তির মৃত্যুর ভিডিও নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

সম্প্রতি সেলুনে ম্যাসাজের করার সময় এক ব্যক্তির ঘাড়ের রগ ছিড়ে মৃত্যুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির থাম্বনেইল লিখা ছিল “সেলুন দোকানে বডি মেসেজ ঘাড়ের রগ ছিড়ে মৃত্যু”। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে ভিডিও সত্য নয়। এটি বানানো হয়ছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেলুনে চুল কাটতে গিয়ে ঘাড়ে ম্যাসাজের কারণে ব্যক্তির মৃত্যুর দৃশ্যের দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয়। সেটি স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রাথমিকে বদলে গেল ‘শপথ বাক্য’

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে আরও জানা যায়, এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘3RD EYE’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৯ নভেম্বর ‘This May Happen..! See What Happened In A Saloon When Barber Did Massage #awarenessvideo’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ২ মিনিট ২৮ সেকেন্ড অংশ থেকে ৩ মিনিট ২৮ সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

এ ছাড়া, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে সেলুনে ঘাড়ে ম্যাসেজের কারণে কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে সেলুনে চুল কাটতে গিয়ে ঘাড়ে ম্যাসাজের কারণে ব্যক্তির মৃত্যুর বাস্তব ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ