Monday, August 18, 2025

যুক্তরাজ্যে ছেলেশিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

আরও পড়ুন

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেশিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।

২০২৩-২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, ‘মুহাম্মদ’ নামটি পূর্বের শীর্ষ নাম ‘নোয়াহ’-কে পেছনে ফেলেছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, নোয়াহ বর্তমানে জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছে, আর তৃতীয় স্থানে রয়েছে ‘অলিভার’।

এদিকে, টানা অষ্টমবারের মতো মেয়েশিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে রয়েছে ‘অলিভিয়া’। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ ও ‘ইসলা’।

আরও পড়ুনঃ  ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা!

ওএনএস প্রতি বছর যুক্তরাজ্যের সর্বাধিক জনপ্রিয় ও কম জনপ্রিয় নামগুলোর তালিকা প্রকাশ করে, যা দেশটিতে সাম্প্রতিক সময়ে জন্মগ্রহণকারী শিশুদের নামের ভিত্তিতে তৈরি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্ম নেওয়া ৪,৬৬১ জন ছেলেশিশুর নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪,১৭৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে নামটির জনপ্রিয়তা আরও বেড়েছে।

‘মুহাম্মদ’ একটি আরবি নাম, যার অর্থ ‘প্রশংসনীয়’। এটি আরবি শব্দ ‘হাম্মাদা’ থেকে এসেছে, যার অর্থ ‘প্রশংসা করা’।

আরও পড়ুনঃ  ‘উনি সমুদ্রের হাওয়া খেয়ে প্রচার চালাবেন’‌, মোদির ধ্যান নিয়ে মমতা

বিশ্বব্যাপী এই নামটি ব্যাপকভাবে প্রচলিত, বিশেষত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। ইসলামের নবী মুহাম্মদ (সা.)-এর নাম হওয়ায় মুসলিম পরিবারগুলোতে এটি অত্যন্ত জনপ্রিয়।

সূত্র: জিও নিউজ

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ