Monday, August 18, 2025

মুক্তি পেতে পারেন ইমরান খান, তবে হাঁটতে হবে যে পথে

আরও পড়ুন

ক্ষমা চাইলেই মুক্তি মিলবে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ কথা বলেছেন। খবর জিও নিউজ

তিনি বলেন, ২০২৩ সালের ৯ মে দাঙ্গার ঘটনায় তিনি (ইমরান খান) যদি মন থেকে ক্ষমা চান, তবে তিনি মুক্তি পেতে পারেন।

দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় ওই বছরের ৯ মার্চ পাকিস্তানজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে সেনা স্থাপনায় হামলা চালানো হয়। ওই দাঙ্গার জন্য সরকারের পক্ষ থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দায়ী করা হয়।

আরও পড়ুনঃ  বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা, ৯০ কোটি টাকা

পাকিস্তানের জিও নিউজের জিগরা নামের অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন, ইমরান খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছিলেন।

রানা সানাউল্লাহ বলেন, ৯ মের ঘটনায় যদি ইমরান ক্ষমা চান, তবে আলোচনা এগোতে পারে। এর আগে তিনি বলেছিলেন, আদালত যদি ইমরানকে মুক্তি দেন, তবে শাহবাজ শরিফের সরকারের পক্ষ থেকে ইমরানকে ছেড়ে দিতে কোনো আপত্তি নেই। ইমরান খান বিভিন্ন মামলায় এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।

আরও পড়ুনঃ  পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই!

তিনি আরও বলেন, ইমরানর খান কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিপ্লব করতে পারবেন। কিন্তু বিপ্লবের কোনো সুযোগ নেই। শুধু রাজনৈতিক সংগ্রাম বিজয় আনতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ