Monday, August 18, 2025

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মসজিদের ইমাম

আরও পড়ুন

সীতাকুণ্ডে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মোজাহারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বারৈয়ারঢালা ইউনিয়নের গুলগুলা বাজার এলাকায় এই দুর্ঘটনায় নিহত মোজাহারুল ইসলাম একই ইউনিয়নের বহরপুর গ্রামের আমির বক্সের পুত্র এবং কলাবাড়িয়া গ্রামের নূরে মদিনা জামে মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমাম মো. মোজাহারুল ইসলাম ফজরের নামাজ শেষে সাইকেলে চালিয়ে বাড়ি যাওয়ার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা অন্য একটি গাড়ি চাপা দিলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ গেট

নূরে মদিনা জামে মসজিদের মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘মো. মোজাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে নূরে মদিনা জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন। সকালে ফজরের নামাজের ইমামতির শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ি ধাক্কায় তিনি মারা যান। অত্যন্ত মিশুক ও নম্র প্রকৃতির এমন একজনের মৃত্যুতে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মোজাহারুল ইসলাম নামে এক ইমাম নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ