Monday, August 18, 2025

ইসরায়েল ‘কাপুরুষ’, তাদের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী

আরও পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এক রাতেই নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এই ঘটনাকে ‘ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড’ আখ্যা দিয়েছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, এসব কর্মকাণ্ড দেখায় যে- তাদের (ইসরায়েল) কাছে মানবতার কোনও মূল্য নেই। বুধবার (১৯ মার্চ) কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েলি সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের “ঠান্ডা মাথায়” হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনও মূল্য নেই। তিনি জোর দিয়ে বলেছেন, তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে “কাপুরুষ” হিসেবে প্রকাশ করে।

আরও পড়ুনঃ  গাজায় তাঁবু ক্যাম্পে আবারও হামলা, ১২ নারীসহ নিহত অন্তত ২১

অন্যদিকে ফিলিস্তিনি জনগণের সাহসিকতা প্রবল বলেও উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা। ফিলিস্তিনি জনগণের প্রশংসা করে তিনি বলেন, “তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।”

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী। চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেদিন এই হামলা চালায় ইসরায়েল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ