Monday, August 18, 2025

নেতানিয়াহুকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভে নেমেছে হাজারো ইসরায়েলি

আরও পড়ুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) তেলআবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে প্রায় তিন হাজার মানুষ অংশ নেন।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মূল অভিযোগ ছিল অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। অভিযোগ রয়েছে, এই সিদ্ধান্তের পেছনে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীদের কাতারের সঙ্গে সম্পর্ক রয়েছে। কাতার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে যে সিদ্ধান্ত নিলো ভারত

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন এবং তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভের আয়োজন করে ‘প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল’, একটি সংগঠন যা নিজেদের ইসরায়েলের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ সাবেক শীর্ষ কর্মকর্তাদের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে। সংগঠনটিতে সেনাবাহিনী, পুলিশ, মোসাদ ও শিন বেতের ১৬৯ জন সাবেক শীর্ষ কর্মকর্তা যুক্ত রয়েছেন।

বিক্ষোভে বক্তব্য দেন সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। এছাড়া, বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার, যিনি হামাসের হাতে আটক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর একজন কঠোর সমালোচক।

আরও পড়ুনঃ  বৈশ্বিক চাপে মোদি, নতুন বাংলাদেশের খেলায় আটকে গেল ‘র’!

বিক্ষোভে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং নেতানিয়াহুর সাবেক সহযোগী মোশে ইয়ালনও উপস্থিত ছিলেন। তাকে ‘প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল’ লেখা টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা যায়।

বক্তব্য শুরুর আগে উচ্ছ্বসিত ইসরায়েলি রক সংগীত বাজানো হয়। বিক্ষোভকারীরা “এখনই এই একনায়ককে উৎখাত করার সময়” বলে স্লোগান দেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ