Tuesday, March 18, 2025

লঞ্চে নবজাতক শিশুর জন্ম আজীবন যাতায়াতে ফ্রী ঘোষণা করলেন লঞ্চ মালিক

আরও পড়ুন

চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এম ভি বোগদাদীয়া-৮ লঞ্চে সাদিয়া আক্তার নামে যাত্রী জন্ম দিয়েছেন একটি কন্যা শিশু। এই খুশিতে ওই লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন আনন্দে শিশুটির জন্যে আজীবন ওই লঞ্চে যাতায়াত ফ্রী ঘোষণা দিয়েছেন। এটি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ওই লঞ্চের কেরানী মো. দীপু ।

দীপু জানান, ১৬ মার্চ রোববার বিকেল ৫টায় এম ভি বোগদাদীয়া-৮ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকা সদর ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। সন্ধ্যায় ঢাকার কাছাকাছি লঞ্চটি পৌঁছালে ওই লঞ্চের নিচতলার থাকায় ডেকে একটি চেয়ারে বসে থাকা সাদিয়া আক্তার নামে গর্ভবর্তী নারী সাদিয়া আক্তারের প্রসব ব্যথা ওঠে। এ সময় আমরা তাকে ২০১ নাম্বার কেবিনে নেওয়ার ব্যবস্থা করি। সেখানে সন্ধ্যা ৭টা ৩১ মিনিটের সময় তিনি একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন। এই খুশিতে ওই লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন আনন্দিত হয়ে শিশুটির জন্যে আজীবন ওই লঞ্চে যাতায়াত ফ্রী ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ফেসবুকে পোস্ট দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ

সাদিয়া আক্তারের সঙ্গে থাকা তার চাচী শাশুড়ী মৌসুমি বেগম জানান, তাদের বাড়ি হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে। তার ভাতিজা দিনমজুর জহির খানের স্ত্রী সাদিয়ার প্রসব ব্যাথা হলে তাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার কথা বলা হলে তারা সাদিয়াকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার ডিউটি ডাক্তার তাকে দেখার পর জানান, চাঁদপুরে শিশু বাচ্চার আইসিওর ব্যবস্থা নেই। এ জন্য তাকে ঢাকায় যেতে হবে। তারা বিকেল ৫ টার লঞ্চে ঢাকায় রওয়ানা হন। কিন্তু লঞ্চের ভেতরই প্রসব ব্যথা উঠলে সেখানেই তিনি স্বাভাবিক বাচ্চা প্রসব করেন। পরে রাতে ঢাকায় নেমে একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে পুনারায় রাত ১২টার লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুরের হাইমচরে চলে আসেন। এখন নবজাতক বাচ্চা ও মা দুজনই সুস্থ্য আছেন।

আরও পড়ুনঃ  প্রতিমা ভাঙচুরে জড়িত যুবককে পুলিশে দিলেন বাবা

তার চাচি আরও জানান, তার আগেও সাদিয়া একটি সন্তান জন্ম দিয়েছিলেন। কিন্তু সেটি বাঁচেনি। দ্বিতীয় বাচ্চাটিও হওয়ার আরও একমাস সময় ছিল। কিন্তু তার আগে প্রসব ব্যাথার হওয়ার কারণে এই হয়রানির শিকার হতে হয়।

সর্বশেষ সংবাদ