প্রত্যাশামতোই সিরিয়ার দেশত্যাগী প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময়ে চালু থাকা সংবিধান বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবারই (১৩ মার্চ) অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা অস্থায়ী সংবিধানের খসড়ায় স্বাক্ষর করেছেন। এখন থেকে শরিয়া বা ইসলামী আইন মেনেই পরিচালিত হবে সিরিয়া।
গত ডিসেম্বরেই সুন্নী ইসলামপন্থী সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহীরা তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেশ ছাড়া করে ক্ষমতা দখল করেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজনৈতিক পালাবদলের পরেই জল্পনা শুরু হয়েছিল, পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধানের অধীনে দেশের শাসনভার পরিচালনা করা হবে।
নতুন সংবিধান প্রণয়নের উদ্দেশে বাশারের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেয়া নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ওই বৈঠকে দেশের পুরনো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।
এদিন সাংবাদিক সম্মেলনে অস্থায়ী সংবিধান প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক জানান ‘বাশার পরিবারের জমানায় যে সংবিধান চালু ছিল। তা বাতিল করা হচ্ছে। তবে পুরনো সংবিধানের মতোই নতুন সংবিধানে রাষ্ট্রপ্রধানকে বাধ্যতামূলকভাবে ইসলাম ধর্মাবলম্বী হতে হবে। আগামী পাঁচ বছর দেশ পরিচালিত হবে ইসলামী আইন মোতাবেক
এদিকে, পুরনো সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান চালুকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা।