Monday, August 18, 2025

আমার ৪০ বছরের জীবনের শেষে, আমি সেই বাঁধনই আছি!’

আরও পড়ুন

পর্দায় দুর্দান্ত রকম সাহসী আজমেরী হক বাঁধন। প্রথা ভাঙা অভিনেত্রী হিসেবে নাম রয়েছে তার। আজ ২৮ অক্টোবর তার জন্মদিন। এখানেও নিজের স্বকীয়তা বজায় রাখলেন। অভিনেত্রীরা সাধারণত বয়স প্রকাশের ক্ষেত্রে বিস্তর কার্পণ্য করেন। তবে তিনি সে পথে হাঁটেননি। বিশেষ দিনের প্রথম প্রহরে সেই রীতি ভেঙেছেন। শুরুতেই নিজের বয়স জানিয়েছেন। এরপর তুলে ধরেছেন জীবনের বাক বদলের বিভিন্ন দিক।

সোশ্যাল মিডিয়ায় রাত থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন দর্শকনন্দিত এই অভিনেত্রী। রেহানা মরিয়ম নূর খ্যাত তারকা ফেসবুকে ভক্তদের উদ্দেশে এক বার্তা দিয়েছেন।

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে সময় দিতে হবে

সোমবার (২৮ অক্টোবর) জন্মদিনের বার্তায় বাঁধন লিখেছেন, ‘হ্যালো পৃথিবী, এটা আমার ৪১তম জন্মদিন! আমি দারুণ একটি জার্নি অতিক্রম করেছি। যদিও এটি যে খুব যে মসৃণ ও শান্তির ছিল, এমন না। বেশিরভাগ ক্ষেত্রে অনেক চড়াই-উৎরাইয়ের ওপর দিয়ে যেতে হয়েছে। এমনও সময় এসেছে, আমি জিতেছি, হেরেছি, কেঁদেছি; আবার হেসেছি, যুদ্ধ করেছি, প্রতিদান পেয়েছি। আমি জিতেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি কেঁদেছি, আমি হেসেছি, আমি সংগ্রাম করেছি, আমি অর্জন করেছি, এবং আমার ৪০ বছরের জীবনের শেষে, আমি সেই বাঁধনই আছি!’

আরও পড়ুনঃ  ইসরায়েলি সেনাদের ওপর প্রথম দিনে লেবাননের ব্যাপক তাণ্ডব

তিনি আরও লিখেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি এটি আমার জীবনের শুরু মাত্র! আমি নিজেকে নিয়ে খুব গর্বিত, এবং আমি সবসময় আমার জন্য সেখানে থাকব। বিশেষ দ্রষ্টব্য: যখনই আমি নীরব থাকতাম, সবসময়ই নতুন কিছু আসে! যে জন্য অপেক্ষা করুন!’

২০০৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজে পথচলা শুরু বাঁধনের। ক্যারিয়ারে ‘নিঝুম অরণ্যে’, ‘রেহানা মরিয়ম নূর’ নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া বলিউডের ওয়েব ফিল্ম ‘খুফিয়া’-তে দারুণ অভিনয় করেছিলেন বাঁধন। প্রশংসিত হয়েছেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ এবং ‘গুটি’ নামে দুটি ওয়েব সিরিজে অভিনয় করেও। মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ