Monday, August 18, 2025

লেবাননে বর্বরোচিত হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০, অনেকের দেহ ছিন্নভিন্ন

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ চিকিৎসকসহ অন্তত ১০ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। বর্বরোচিত এই হামলায় নিহতদের অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে সাউথ গভর্নরেটের টায়ার জেলার দেরদঘায়া শহরের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন। এতে বলা হয়েছে, হতাহতরা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং জরুরি ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিল।

আরও পড়ুনঃ  ভারতে মসজিদের ভেতর ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে একই জেলার ওয়ার্দানিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন, তবে তারা কি ধরনের আঘাত পেয়েছে তা স্পষ্ট করেনি। খবর আনাদোলু এজেন্সির।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘ নিহতদের অনেকের দেহের ছিন্নভিন্ন অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।’

ইসরায়েল ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। এতে এক হাজার ৩২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি। ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ