ভারতের বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি উৎসব উদযাপনকালে অন্তত ৪৬ জন ডুবে মারা গেছে। নিহতদের মধ্যে ৩৭টি শিশু রয়েছে। পাশাপাশি এখনো তিনজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মার্কিন সাপ্তাহিক সাময়িকী ব্যারন’স এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমডি) একজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক বন্যায় বিহারের বিভিন্ন নদী ও পুকুরে পানি বেড়েছিল। এসব জায়গায় ধর্মীয় উৎসবের অংশ হিসেবে গোসল করতে নেমেছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। তখন আলাদা আলাদা স্থানে ৪৬ জন পানিতে ডুবে মারা যান।
প্রতিবেদন আরও বলা হয়, বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ওই কর্মকর্তা জানান- বন্যার পানির জন্য এসব জায়গায় আগের থেকে সতর্কতা জারি করা ছিল। কিন্তু উৎসব উদযাপনের জন্য মানুষজন নদী ও পুকুরের পানির বিপজ্জনক স্তর উপেক্ষা করে গোসল করতে নেমেছিল। এতেই এই দুর্ঘটনা ঘটে।
ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া তিনজনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে তৎপরতা চলছে। জানা গেছে, হিন্দুদের ওই উৎসবের নাম ‘জিতিয়া পর্ব’। সন্তানদের মঙ্গলের জন্য মায়েরা এই উৎসব পালন করে থাকেন।