সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার একমাত্র ছেলেকে হারিয়ে শোকাভিভূত ও হতবিহ্বল হয়ে পড়েছেন শহীদ আসিফের বাবা নগরীর মিরপুর এলাকার বাসিন্দা এমএ রাজ্জাক।
তিনি বলেন, ‘আমার ছেলেই ছিল আমাদের একমাত্র অবলম্বন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখতে পাচ্ছি।’
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর এলাকায় তার পল্লবীর বাসায় বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার ছেলেকে তো আর ফিরে পাব না। এখন আমরা শুধু বিচার চাই। আমরা প্রকৃত অপরাধীদের ফাঁসি চাই।
দুই সন্তানের মধ্যে রাজ্জাকের বড় ও একমাত্র পুত্র ২৯ বছর বয়সী আসিফ ইকবাল ১৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মিরপুর ১০নম্বর এলাকায় বন্দুকযুদ্ধে শাহাদাত বরণ করেন।
পিছনে মিছিল করছে।
আসিফকে ২০ জুলাই মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শনিবার পল্লবী আবাসিক এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয়রা তাদের লেনের একটি স্থানকে ‘শহীদ আসিফ চত্বর’ নামকরণ করেছে। এছাড়া বিভিন্ন দেয়ালে গ্রাফিতিতে আসিফের ভূমিকা বর্ণনা করা হয়েছে।
আসিফ হত্যার বিচার চেয়ে তার বাবা রাজ্জাক বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের নাম উল্লেখ করে প্রায় ৫০০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় একটি মামলা করেছেন।