Saturday, July 26, 2025

পুলিশ সংস্কার আন্দোলনের সমন্বয়ক কনস্টেবল শোয়াইব গ্রেপ্তার

আরও পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর পুলিশ বাহিনীকে রাজনৈতিক বলয় মুক্ত ও সংস্কারে আন্দোলনের ডাক দেয় বাহিনীর অধীনস্ত সদস্যরা। এই সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল শোয়াইবুর রহমান শোয়াইবকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির শাহজাহানপুর থানায় সাইবার ক্রাইম আইনে দায়ের হওয়া মামলায় শোয়াইব ও আরেক কনস্টেবল সজিব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কনস্টেবল শোয়াইবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ওসি মো. খায়রুল ইসলাম।

আরও পড়ুনঃ  এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড

তিনি বলেন, সাইবার ক্রাইম আইনে দায়ের হওয়া একটি মামলায় শোয়াইবসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর পর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা গেছে, পুলিশ বাহিনীর সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শোয়াইবকে রাজারবাগ পুলিশ লাইন থেকে বদলি করে যশোর পুলিশ লাইনে পাঠানো হয়। সেখানে বসে পুলিশ বাহিনীর সংস্কারের ১১ দফা দাবির বিষয় ও বিভিন্ন অনিয়ম নিয়ে প্রায়ই ফেসবুক লাইভ ও পোস্ট করে আসছিলেন। এরই সূত্র ধরে তাকে আলোচনার জন্য ঢাকায় ডেকে আনা হয়। ঢাকায় আসার পরেই গ্রেপ্তার হলেন শোয়াইব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ