Monday, August 18, 2025

বাসমতি রফতানির শর্তও শিথিল করল ভারত

আরও পড়ুন

রফতানি নিরুৎসাহিত করতে টনপ্রতি ৯৫০ মার্কিন ডলার বেঁধে দেওয়া বাসমতি চালের ন্যূনতম রফতানি মূল্য প্রত্যাহার করেছে ভারত সরকার।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে বাসমতি চাল রফতানি সীমিত করতে টনপ্রতি ন্যূনতম মূল্য ১ হাজার ২০০ ডলার বেঁধে দেয় ভারত সরকার। পরে তা কমিয়ে ৯৫০ ডলার করা হয়। তারপর থেকেই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করতে অনুরোধ করে আসছিল দেশটির কৃষকরা।

আরও পড়ুনঃ  ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

অল-ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সতীশ গোয়েল রয়টার্সকে বলেছেন, অতিরিক্ত শুল্ক বাতিল করার সিদ্ধান্ত প্রচুর পরিমাণে বাসমতি চাল রফতানি করতে সাহায্য করবে এবং যা আমাদের কৃষকদের ভাল রিটার্ন নিশ্চিত করবে।

ভারত ও পাকিস্তান বাসমতির একমাত্র উৎপাদক। ভারতে বাসমতি ব্যাপকভাবে খাওয়া হয় না এবং সরকার ধানের সাধারণ গ্রেডের বিপরীতে রাষ্ট্রীয় মজুদ তৈরির জন্য জাতটি কিনে না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ