Monday, August 18, 2025

ছয় মাস ধরে গোপন কক্ষে বন্দি, জ্ঞান ফিরলেই দেয়া হতো ইনজেকশন’

আরও পড়ুন

সিরাজগঞ্জে এই ভবনের ভূ-গর্ভস্থ কক্ষে অপহরণের পর প্রায় ছয় মাস ধরে আব্দুল জুব্বার ও শিল্পী খাতুনকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে

বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা সিরাজগঞ্জের একটি গ্রামে একজন নারী ও একজন পুরুষকে অপহরণের পর প্রায় ছয় মাস ধরে ভবনের ভূ-গর্ভস্থ কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যক্তিরা এ ঘটনাকে ‘আয়নাঘরের’ সাথে তুলনা করেছেন।

অপহৃত ব্যক্তিরা সুড়ঙ্গ খুঁড়ে ওই স্থান থেকে বের হওয়ার পর এ ঘটনা জানা গেছে। এতদিন আগে এই ব্যক্তিরা অপহরণের শিকার হলেও তারা বেরিয়ে আসার পর এখন প্রশাসন তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ  রাইসির দেহরক্ষীকে নিয়ে রহস্য

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাতকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

অপহৃত ব্যক্তিদের একজন মো. আব্দুল জুব্বারকে গত আটই নভেম্বর এবং শিল্পী খাতুনকে গত ১২ই ডিসেম্বর অপহরণ করা হয়।

ওই সময় রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিলো বলে জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। এখন ভুক্তভোগীরা ফিরে আসার পর সেই থানায় অপহরণের দুইটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। অভিযুক্ত অন্য ব্যক্তিদের গ্রেফতারে সচেষ্ট রয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  আফ'গানি'স্তানে ৬০০ মাদ'কসেবীকে চিকিৎসার পাশাপাশি শেখানো হলো কাজ

তবে ভুক্তভোগীরা নিখোঁজ হওয়ার পরে সাধারণ ডায়েরি করা হলেও কেন তাদের উদ্ধার করা সম্ভব হয়নি জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা জানান, সে সময় তদন্ত করা হয়েছিল। এখনও আবার তদন্ত শুরু করা হয়েছে।

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলছেন, গ্রামের ভিতরে যেভাবে ‘আন্ডার গ্রাউন্ড’ তৈরি করেছে তা কল্পনাতীত।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ